Breaking News

এক ভোটও পেলেন না পাঁচ বারের ইউপি সদস্য

এক ভোটও পেলেন না পাঁচ বারের ইউপি সদস্যসারাদেশহবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে (চুনারুঘাট) সদস্য পদে এক ভোটও পেলেন না পাঁচ বারের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুলাল ভূইয়া। এ ওয়ার্ডে ১৪৬ ভোটের মধ্যে ১৪৫টি ভোট প্রয়োগ হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ ওয়ার্ডটিতে পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী ৭৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম পেয়েছেন ৬৬ ভোট। দুলাল ভূইয়া একটিও ভোট পাননি। তিনি আহম্মদাবাদ ইউপির পাঁচ বারের নির্বাচিত সবেক সদস্য ছিলেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *