সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো ভোট পাননি দুজন সদস্য পদপ্রার্থী। তারা হলেন প্রভাষক জালাল উদ্দীন (হাতি প্রতীক) ও দেলোয়ার হোসেন সুমন (ঘুড়ি প্রতীক)।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৫নং ওয়ার্ডের তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১টি সাধারণ সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১শ ৭ জন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ভোট প্রদান করেছেন।
তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার মো. মশগুল আজাদ জানান, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদ নির্বাচনে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ১টি সাধারণ সদস্য পদে ৫জন ও ১টি সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
তার মধ্যে প্রভাষক জালাল উদ্দীন (হাতি প্রতীক) ও দেলোয়ার হোসেন সুমন (ঘুড়ি প্রতীক) একটি ভোটও পাননি। তাদের জামানত বাজেয়াপ্ত হবে। ৫নং ওয়ার্ডে ৫৪ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম তাজফুল (বৈদ্যুতিক পাখা প্রতীক)।