Breaking News

আওয়ামী লীগ করা পূণ্যের কাজ : এটিএম পেয়ারুল

আওয়ামী লীগ করা পূণ্যের কাজ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেছেন, রাজনীতি আমার জন্য ইবাদত। এই দল করেই এতটুকু এসেছি। দলীয় নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছেন তার প্রতিদান প্রতি মুহূর্তে দেবো।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এটিএম পেয়ারুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ‘কাস্টিং ভোটের ৯০ ভাগ’ ভোট পাওয়ার আশা ব্যক্ত করছেন আওয়ামী লীগ প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম।

তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে চট্টগ্রাম জেলা পরিষদকে মডেল জেলা পরিষদে পরিণত করব। প্রতিটি এলাকার জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে সম বণ্টনের ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করব।সংবাদ সম্মেলনে এটিএম পেয়ারুল ইসলামকে আনারস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতারা।

তারা বলেন, দেশের সবচেয়ে বৃহৎ এবং প্রাচীন জেলা পরিষদ চট্টগ্রাম দেশের অনেক জেলা পরিষদ থেকে ১৫ গুণেরও বেশি বড়। এটির সামগ্রিক উন্নয়নে পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ করে সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করা হবে ।

চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে নেতারা বলেন, পাহাড়, নদী আর সাগরবেষ্টিত এই চট্টগ্রামকে প্রকৃতিই প্রাচ্যের রানি হিসেবে গড়ে তুলেছে। হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ জেলার প্রতিটি এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পেয়ারুল ইসলাম আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা। স্কুল জীবন থেকে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান নাজিরহাট কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ও চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নব্বইয়ের ছাত্র গণআন্দোলনের ছাত্রসংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা হিসেবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন পেয়ারুল ইসলাম।

চট্টগ্রামের উন্নয়নে পেয়ারুল ইসলামকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পেয়ারুল ইসলাম ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বার বার কারা নির্যাতিত এবং একাধিকবার মৃত্যুর মুখোমুখি হয়েও আপসহীন, সাহসী, দৃঢ়চেতা, সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিণত হয়েছেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হলে যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সেকান্দর চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য প্রমুখ।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *