গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট বন্ধ ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে ফুলছড়িতে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাইবান্ধা-ফুলছড়ি সড়কে ফুলছড়ি উপজেলা চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
পরে উপজেলা গেট সংলগ্ন সড়কে আঘাঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে কর্মসূতিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররাও অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু যাচাই-বাছাই না করে অতি নিরপেক্ষতা দেখাতে গিয়ে ভোট বন্ধ করে দিয়েছে।’ দ্রুত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটের ফল প্রকাশের দাবি জানান তারা।
এর আগে, বুধবার ভোট বন্ধের সিদ্ধান্তের পরপরই ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বেশ কিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়েও প্রতিবাদ করেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা।