বরিশাল জেলা ছাত্রদলের ১নং সহ সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সাংবাদিকদের বলেন, শনিবার সারারাত ও সকালে বরিশালের সকল থানা, ডিবি অফিসে খোঁজ করেও ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ অস্বীকার করছে। এই ঘটনা রোববার (৯ অক্টোবর) ১২টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আমরা জানি পুলিশের কাছেই রয়েছে ফোরকান। তারা কোনো অসৎ উদ্দেশে সন্ধান দিচ্ছে না। অবিলম্বে তার সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী।
বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে ফোরকানকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এসময় ছাত্রদল নেতা মো. রাব্বীও ছিলো। কিন্তু তাকে নেয়নি।