অতিরিক্ত কাজের চাপ দেওয়ার কারণে ব্যাংকের ম্যানেজারকে কোপিয়ে আহত করেছেন ক্যাশিয়ার।ভারতের চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর- নিউজ এইটিনের
এতে বলা হয়, আহত ম্যানেজারের নাম অঙ্কিতা বোস চুঁচুড়া। এসময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অভিযুক্ত ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডলকে আটক করে পুলিশ।
এতে আরো বলা হয়, চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিতা বোসের ওপর হামলা করেন ক্যাশিয়ার বুদ্ধদেব মণ্ডল। ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে ব্যাংকের মধ্যেই এমন ঘটনা ঘটে।এদিকে কাটারির আঘাতে অঙ্কিতার কান ও মাথার পিছনে কেটে গেছে। পরে সহকর্মীরা অঙ্কিতাকে চন্দনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
আটকের পর পুলিশকে বুদ্ধদেব জানায়, বেশ কিছুদিন ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে অতিরিক্ত কাজের চাপ দিচ্ছিল। সে কারণে তিনি এই ঘটনা ঘটান।