সমীক্ষাটি চালিয়েছিল সি ভোটার সংস্থাই। তিনটি দেশে এই সমীক্ষায় অংশ নিয়েছিল ভারতীয়, বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিকরা। এই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। মে থেকে সেপ্টেম্বরে হওয়া এই সমীক্ষায় চুয়াল্লিশ শতাংশ মানুষ মনে করেছে দেশ ভাগ অর্থাৎ ভারত-পাকিস্তান ভাগ ঠিক হয়নি। কিন্তু, ৪৬ শতাংশ মনে করেছে দেশভাগ সঠিক সিদ্ধান্ত ছিল।
এই সমীক্ষায় পাঁচ হাজার আটশো পনেরো জন ভারতীয় অংশ নেয়। এর মধ্যে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান এবং গোয়ার মানুষরা পার্টিশন এর বিরুদ্ধে অভিমত দেয়। ভারতের জন্যে কারা সব থেকে নিরাপদ প্রতিবেশী? এই প্রশ্নের জবাবে ষাট শতাংশ বলেছে, ভারতের সব থেকে নিরাপদ আর ভালো প্রতিবেশী রাষ্ট্র হল বাংলাদেশ. পনেরোটি ভাষায় এই সমীক্ষা চালানো হয়।
সি ভোটার এর সাহায্যকারী সংস্থা হিসেবে ছিল- সি পি আর। ভারতের পক্ষে নিরাপদ কি পাকিস্তান? এই প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ বলেছে, না, পাকিস্তান নিরাপদ প্রতিবেশী নয়।