Breaking News

মেরুদণ্ডে সন্তানের লাথি, ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান পিতা আব্দুর রশিদ

মাদক সেবন ও জুয়া খেলা থেকে বিরত রাখতে ছেলেকে বাধা দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ১২ সেপ্টেম্বর কলমাকান্দা উপজেলার আমতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী বাবা আব্দুর রশিদ।

অভিযোগের বিবরণে জানা গেছে, কলমাকান্দা উপজেলার আমতলা গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে ফয়সাল আহমেদ রনি কোনো কাজ করেন না। দিনভর জুয়া খেলে আর মাদক সেবন করেন তিনি। মাদকের টাকার জন্য প্রায়ই বাবাকে চাপ প্রয়োগ করেন রনি। টাকা না পেলেই বাবাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন। একপর্যায়ে গালিগালাজসহ মারপিট করার জন্য তেড়ে আসতেন।
গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মাদকের টাকা না পেয়ে বাবা আব্দুর রশিদকে প্রকাশ্যে মারধর শুরু করেন। মেরুদণ্ডে লাথি দিলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান রশিদ। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।

নিজের চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলে, সেখানেও ক্রেতাদের নানাভাবে হুমকি দিচ্ছেন রনি। গ্রাম্য সালিসে বিচার না পেয়ে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ইতোপূর্বে কলমাকান্দা থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী বাবা। বিষয়টি সম্পর্কে জানতে রনির মোবাইল ফোনে কল করা হলেও তিনি তার বাবাকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আহাদ খান বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে অবশ্যই দোষী হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Check Also

পরকীয়ার জেরে স্বামীকে ২২ টুকরো করে শহরে ‘ছেটালেন’ স্ত্রী

ফের লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে ভারতের দিল্লিতে। দেশটিতে স্বামীকে হত্যার দায়ে এক নারীও ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *