Breaking News

বাচ্চার বীজ কোথায় বপন হইছে, সামনে কোথায় বপন হবে, বাচ্চা কেমনে লুকাইছে: ফারুকি

কোন ভুলে যে একটা নিউজ প্লে করছিলাম, এখন এই তিন দিন হাজার হাজার শিট সাজেস্ট করে যাচ্ছে ফেসবুক অ্যালগোরিদম।
বাচ্চার বীজ কোথায় বপন হইছে, সামনে কোথায় বপন হবে, বাচ্চা কেমনে লুকাইছে, হেনো জিনিস নাই সাজেস্ট করে যাচ্ছে। দিস ফেসবুক অ্যালগরিদম ইজ শিট। এন্ড ইট মেড মি রিয়ালাইজ আমরা কতটা শিটি হইছি। ইগনরেন্স হ্যাজ অলওয়েজ বিন আ ব্লেসিং!

এখন না চাইলেও ফেসবুক জানাইতেই থাকতেছে আমাদের স্ট্যান্ডার্ড কই আইসা নামছে। দেশের তারকারা কোনো দেশের ভিসা পাইলে পাবলিক সেলিব্রেশন করে, নাগরিকত্ব পাইলে গণসংবর্ধনা দেয়া হয়! এই সব খুঁইজা খুঁইজা ফেসবুক বাবা দেখাইয়াই যাইতেছে।
ভাইরে, ফেসবুক, ইউ ডোন্ট নিড টু টেল মি আমাদের সো কলড মেনস্ট্রিম কত নীচে নামছে! আমরা নয়া মেন স্ট্রিম নির্মান পর্বে আছি। সেটা নিয়াই থাকতে দাও! থ্যাংক ইউ।

Check Also

শাকিব খান বুবলীর প্রথম স্বামী নন!

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী যেমন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী নন, তেমনি শাকিব খানও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *