জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু বলেছেন, মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তারা নানা উস্কানিমূলক ও মিথ্যা বক্তব্য দিয়ে এদেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে চায়। এসব মিথ্যাবাদীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার (১ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদী মৌবাড়িয়া দুর্গা মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান সমুন্নত রেখে নির্বাচন কমিশনের মাধ্যমে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে ও পাকিস্তানি ভাবধারাকে এদেশে প্রতিষ্ঠিত করতে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র কখনো সফল হবে না। জননেত্রী শেখ হাসিনা সারাবিশ্বের কাছে প্রমাণ করতে সম হয়েছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এদেশের সকল মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে।
এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছহাক আলী মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।