Breaking News

দাফন সম্পন্ন: ‘নিহত শাওনের পরিবারের দায়িত্ব নেবেন তারেক রহমান’

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের লাশ শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।রাত পৌনে ১০টার দিকে জেলা সদরের মিরকাদিম পৌরসভার মুরমা গ্রামের মুরমা জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে মুরমা এলাকার সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।এর আগে রাত পৌনে ৯টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে আনা হলে কান্নার রোল পড়ে। স্বজনের আহাজারিতে সেখানকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে, রাত সোয়া ৯টার দিকে নিহত যুবদল কর্মী শাওনের বাড়িতে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি নিহতের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান, নিহত শাওনের পরিবারের দায়িত্ব নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবীর রিজভী নিহতের পরিবারের সদস্যদের উদ্দেশ করে বলেন, আপনার সন্তান হারিয়েছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য। এটা একটা বড় অবদান। এ অবদান দেশবাসীর জন্য। নিহত শাওনের আত্মদান দেশবাসী ভুলবে না। এ হত্যাকাণ্ডের বিচার চাই। শাওনের মতো যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার হবে।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *