পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে দেশটিতে এসেছেন বিশ্বখ্যাত জিম্বাবুয়ান ইসলামিক স্কলার মুফতি মেনক।
মঙ্গলবার দেশটির সংবাদবাদমাধ্যম ডেইলি জং এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
একইসাথে মুফতি মেনকও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তার পাকিস্তানে আসার বিষয়টি অবহিত করেছেন।
এখন তিনি পাকিস্তানের সিন্ধে অবস্থান করছেন। এই সফরে তিনি বন্যার্তদের জন্য তহবিল গঠন করবেন এবং বন্যার্তদের স্বেচ্ছাসেবা দেবেন।
মুফতি মেনকের পরিচয়?
ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক, যিনি মুফতি মেনক নামে অধিক পরিচিত। তিনি হলেন একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা। তিনি বর্তমানে জিম্বাবুয়ের প্রধান মুফতি। ২০১৩-২০১৪ এবং ২০১৭ সালে তিনি জর্ডানের ইসলামী চিন্তাধারার জন্য রাজকীয় আল-বায়ত ইনস্টিটিউট দ্বারা বিশ্বের ৫০০ সর্বাধিক প্রভাবশালী মুসলিমদের মধ্যে একজন হিসেবে ঘোষিত হন। তিনি ১৯৭৫ সালে জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন। মুফতি মেনক মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন