ফরিদপুর সার্কিট হাউজের একটি কক্ষ থেকে এক পরিচ্ছন্নতা কর্মীর গলায় রশি বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউজের পূর্বপাশের জবা-০৬ নং কক্ষের দরজায় গলায় রশি বেধে ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ
।নিহত ওই পরিচ্ছন্নতা কর্মীর নাম ভানু জমাদ্দার (৩৫)। সে শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল জানান, সার্কিট হাউজের একটি বিশ্রাম কক্ষের দরজার সাথে ফাঁস দেয়া ওই পরিচ্ছন্নতা কর্মীর মৃতদেহ উদ্ধার করে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।তবে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে থাকতে পারে।