Breaking News

৫০ মামলার আসামি মা-ছেলে গ্রেফতার

শেরপুরে তিনশতাধিক পাওনাদারের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজন ও তার মা কামরুন নাহার হাসেমকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাজধানী ঢাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ সদস্যরা। পরে বুধবার (২৪ আগস্ট) তাদের শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, তাদের বিরুদ্ধে ৫০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এরমধ্যে তিন মামলায় তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। অনেকগুলো মামলা থাকায় তাদের আদালতে সোপর্দ করতে দেরি হচ্ছে। বিকেলেই আদালতে সোপর্দ করা হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *