সৌদি আরবের জেদ্দা শহরে আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে আরো ৪ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার ওই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর নাম আবদুল্লাহ বিন জায়েদ আল-সেহরি।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ওই ব্যক্তি ২০১৫ সালে সৌদি আরবে এক বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহভাজন ছিলেন। ঘটনার দিন নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি নিজেকে উড়িয়ে দেন।
ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও পাকিস্তানি এক নাগরিক আহত হন। তবে আহতদের পরিচয় জানানো হয়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আল-সেহরি দেশটির অভ্যন্তরীন একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। এই গ্রুপটি ২০১৫ সালে আভার একটি মসজিদে আত্মঘাতী হামলা সমন্বয় করে। ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং চার বাংলাদেশি নিহত হয়। এছাড়া আহত হয় আরো ৩৩ জন।
ওই হামলার জন্য সন্দেহভাজন হিসেবে ২০১৬ সালের প্রথম দিকে ছয় জনের নাম প্রকাশ করে সৌদি সরকার। তাদের একজন আল-সেহরি।