মানিকগঞ্জ:মানিকগঞ্জে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার শিবালয় উপজেলার দুটি কবরস্থান খুঁড়ে নেয়া হয়েছে মোট ১২টি কঙ্কাল। একের পর এক কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। উদ্বিগ্ন এলাকাবাসী। পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, বুধবার (১০ আগস্ট) রাতের কোনো এক সময় ঢাকা-অরিচা মহাসড়ক সংলগ্ন কাতরাশিন ও বড়বোয়ালী কবরস্থান খুঁড়ে নারী-পুরুষের ১২টি কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। সবগুলো কবরই একবছরের কম সময়ের পুরনো।