Breaking News
ধর্ষ,কের যৌনাঙ্গ কর্তনের আইন চেয়ে আদালত প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে জালাল মঙ্গলবার,সেপ্টেম্বর ২৯,২০২০ বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো জেলায় ধর্ষ,ণের খবর আসছে। আইনের ফাঁকফোকর গলে আসামিরা কিছুদিন পরই জেল থেকে বের হয়ে আবার একই কাজ করছে। তাই ধর্ষ,ণ রোধে নতুন আইনের দাবি জানিয়ে আদালতের সামনে দাঁড়িয়েছেন এক ব্যাক্তি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা জজ নতুন ভবনের সাম

ধর্ষ,কের যৌনাঙ্গ কর্তনের আইন চেয়ে আদালত প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে জালাল

ধর্ষ,কের যৌনাঙ্গ কর্তনের আইন চেয়ে আদালত প্রাঙ্গণে প্ল্যাকার্ড হাতে জালাল
মঙ্গলবার,সেপ্টেম্বর ২৯,২০২০

বর্তমানে বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো জেলায় ধর্ষ,ণের খবর আসছে। আইনের ফাঁকফোকর গলে আসামিরা কিছুদিন পরই জেল থেকে বের হয়ে আবার একই কাজ করছে। তাই ধর্ষ,ণ রোধে নতুন আইনের দাবি জানিয়ে আদালতের সামনে দাঁড়িয়েছেন এক ব্যাক্তি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা জজ নতুন ভবনের সামনে সৈয়দ আহসান জালাল (৬০) নামের এক ব্যক্তি ধর্ষ,কের বিরুদ্ধে নতুন আইন চেয়ে ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা রয়েছে, ‘ধ,র্ষকের যৌনাঙ্গ জনসম্মুখে কর্তনের আইন কর: অবলা নারীদের রক্ষা কর। বর্তমানে আইনে ধর্ষ,ণ বন্ধ হবে না।’

জালাল গণমাধ্যমকে জানান, দেশে দিনের পর দিন ধর্ষ,ণ ও খুনের ঘটনা বাড়ছে। এর অধিকাংশ শিকার মধ্যবিত্ত পরিবারের নারী, কিশোরী অথবা শিশু। আইনের ফাঁক-ফোঁকর দিয়ে আসামিরা বের হয়ে আবার একই কাজে লিপ্ত হচ্ছে।

তিনি মনে করেন, প্রচলিত আইনে যে সাজা রয়েছে তাতে ধর্ষ,ণ বন্ধ হবে না। এজন্য নতুন আইন চাই। প্রতিদিন ধর্ষণের খবর দেখে একজন বিবেকবান মানুষ ঘরে থাকতে পারে না। এজন্যই তিনি প্ল্যাকার্ড হাতে আদালতের সামনে দাঁড়িয়েছেন।

Check Also

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে হেনস্তা, প্রতিবাদে বিক্ষোভ

সম্প্রতি ইতালিতে হিজাব পড়ায় এক বাংলাদেশি নারীকে হেনস্তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মুসলিম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *