Breaking News

উড়োজাহাজটি জরুরি অবতরণ করেও দেলোয়ারাকে বাঁচাতে পারল না

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী দেলোয়ারা বেগম (৫৭) ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন শাহজাহান সরকার। গত মঙ্গলবার নিউ ইয়র্কে অবতরণের কিছুক্ষণ আগেই দেলোয়ারা বেগম আসন থেকে ঢলে পড়ে যান। এ খবর ককপিটে পৌঁছানো মাত্র পাইলটের ঘোষণা আসে। তিনি বলেন, একজন যাত্রীর শারীরিক অসুস্থতার কারণে জরুরি অবতরণ করতে হবে। এর কয়েক মিনিটের মধ্যে কানাডার কুইবেক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণও করে।

জানা গেছে, ফ্লাইট ল্যান্ড করার সঙ্গে সঙ্গে পুলিশ, দমকল, চিকিৎসকসহ অন্তত ১৫ জনের একটি দল দ্রুত উড়োজাহাজে প্রবেশ করে। মুমূর্ষু দেলোয়ারা বেগমকে দ্রুত অ্যাম্বুল্যান্সে উঠিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। আরো আগে সম্ভবত বিমানেই মারা যান দেলোয়ারা বেগম।

প্রায় তিন ঘণ্টা দেরিতে অন্য যাত্রীদের নিয়ে টার্কিশ এয়ারের ফ্লাইটটি ১৮ আগস্ট রাত ১০টার দিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছেছে।

জানা গেছে, শাহজাহান সরকারের পরিবারকে দেলোয়ারা বেগমের মুত্যুর খবর জানানো হয়েছে। নিউ ইয়র্কে দেলোয়ারা বেগমের ছেলে, মেয়ে ও স্বামী ছাড়াও অনেক আত্মীয়-স্বজন রয়েছে। তাঁর দেশের বাড়ি বুহত্তর কুমিল্লা জেলায়।

টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয় সূত্র জানায়, এখনো পরিবারের কেউ কিংবা আত্মীয়-স্বজন ঢাকা কার্যালয়ে যোগাযোগ করেননি। কবে মরদেহ দেশে ফিরবে, সে বিষয়েও কিছু জানা যায়নি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *