Breaking News

চাঁদাবাজির অভিযোগে র‍্যাবের হাতে পুলিশ

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ মমিনুর রহমান, আবদুল হামিদ, ওয়াহেদ ও ওয়াজেদ শেখ।

গতকাল রবিবার (২৬শে জুলাই) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক দ্রব্য এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

ভুক্তোভোগী নুর উদ্দিন পাটোয়ারী জানান, বিক্রয় করা ওষুধে নিষিদ্ধ ওষুধ আছে দাবি করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। রবিবার বাকি টাকা নিতে আসার কথা থাকলে র‌্যাব-৪ কে বিষয়টি জানান তিনি। পরে র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে তাদের আটক করে।

র‌্যাব জানায়, তল্লাশী করে অস্ত্র, মাদক, জাল টাকাসহ ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায়।

Check Also

ইতালিতে হিজাব পরায় বাংলাদেশি নারীকে হেনস্তা, প্রতিবাদে বিক্ষোভ

সম্প্রতি ইতালিতে হিজাব পড়ায় এক বাংলাদেশি নারীকে হেনস্তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মুসলিম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *