কুমিল্লায় ফারজানা আক্তার (১২) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধ’র্ষণের পর হ’ত্যার ঘটনায় আসা’মি আবদুর রশিদ ও বশিরুল আলমের ফাঁসির রায় হাইকোর্টে বহাল রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের রায়ের ওই নথি হাতে পেয়ে মা’মলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ ও আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১০ সালের ১৬ জুন সকালে জেলার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামের স্কুলছাত্রী ফারজানা আক্তার বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বাঁশঝাড়ের নিচে তাকে ধ’র্ষণ ও শ্বাসরোধ করে হ’ত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু বকর সিদ্দিক দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাত’ন দমন আইনে হ’ত্যা হামলা দায়ের করেন।
২০১৪ সালের ১৪ আগস্ট কুমিল্লার নারী ও শিশু নির্যাত’ন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম ওই মা’মলায় চার্জশিটভুক্ত আসা’মি আবদুর রশিদ (২৭) ও বশিরুল আলমের (২৭) ফাঁসির আদেশ এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার রায় দেন।
কুমিল্লার আদালত সূত্রে জানা যায়, ওই মা’মলায় দুই আসা’মির ফাঁসির রায় দেয়ার পর উক্ত রায়ের বিরুদ্ধে আসা’মি পক্ষ হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল নং ৬৫০২/১৪, জেল আপিল নং ১৩১/১৪ ও ১৩২/১৪ এবং ডেথ রেফারেন্স ৫৭/১৪ দায়ের করে। কিন্তু আপিল নামঞ্জুর করে এর নিষ্পত্তিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সম্প্রতি দুই আসা’মির ফাঁসির রায় বহাল ও বলবৎ রাখেন।
মঙ্গলবার দুপুরে মা’মলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা (বর্তমানে ওসি ডিবি- ময়মনসিংহ) পুলিশ পরিদর্শক শাহ কামাল আকন্দ (বার) উচ্চ আদালতের নথি হাতে পেয়ে জানান, শিশু ফারজানাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসা’মি আবদুর রশিদ ও বশিরুল আলম নৃশংসভাবে ধ’র্ষণের পর শ্বাসরোধ করে হ’ত্যা করে। গ্রেফতারের পর উভয় আসা’মি আদালতে ঘটনায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।
তিনি আরও বলেন, মা’মলার তদন্তে ও নিম্ন আদালতের রায়ে ধ’র্ষণ ও হ’ত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই উচ্চ আদালত চাঞ্চল্যকর এ মা’মলার আপিল নিষ্পত্তিতে এক পর্যবেক্ষণে তদন্ত কর্মকর্তার কর্তৃক সঠিক তদন্তে ২৪ ঘণ্টার মধেই রহস্য বের করা ও নিম্ন আদালতে বিচার কাজের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তদন্ত কর্মকর্তা হিসেবে ন্যায় বিচারের স্বার্থে দ্রুততম সময়ে দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে শিশু ফারজানার পরিবারও উচ্চ আদালতে ২ আসা’মির ফাঁসি বহাল রাখার খবরে খুশি। তারাও অবিলম্বে ২ ঘাতকের ফাঁসি কার্যকরের দাবি করেছেন।
কামাল উদ্দিন/এফএ/জেআইএম