Breaking News

মাস্ক পরে মসজিদে নামাজ আদায় করা যাবে

বিশ্বজুড়ে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে করোনাকে সঙ্গে নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেই লকডাউন খুলে দেয়া হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতে লকডাউনের মধ্যে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে তেলেঙ্গানা রাজ্যের প্রায় সব মসজিদ। তবে সবাইকে বাধ্যতামূলকভাবে নিয়ম কানুন মেনে মাস্ক পরে মসজিদে নামাজ আদায় করতে হবে।

শনিবার (৬ জুন) জামিয়া নিজামি ফাতোয়া এ তথ্য জানিয়েছে।

মসজিদে নামাজ পড়ার বিষয়ে জামিয়ার প্রধান মুফতি মাওলানা মোহাম্মদ আজিমুদ্দিন জানান, করোনা মহামারির মধ্যে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। সেই সাথে মসজিদে প্রবেশের আগে সবাইকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়া প্রতিবার নামাজের পর জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিষ্কার করা হবে।

সিরাতুন্নবি একাডেমির প্রধান মাওলানা সাইদ গুলাম সামদানি আল কাদেরি বলেন, আমরা হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা রেখেছি এবং মসজিদ পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করছি। মসজিদে যারা নামাজ পরতে আসবেন তাদের স্যানিটাইজারে অবশ্যই শতকরা ৭০ ভাগ অ্যালকোহল দিয়ে সবাইকে প্রবেশ করানো হচ্ছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *