Breaking News

করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ভিত্তিহীন

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্তের খবর কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

তবে শনিবার এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিনের করোনায় আক্রান্ত হবার খবর ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।

আনিস ইব্রাহিমের বরাতে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানায়, দাউদ ইব্রাহিম ও পরিবারের কেউই করোনায় আক্রান্ত নয়। তারা এখন বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। এদিকে, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের করাচিতে ব্যবসা পরিচালনার কথাও স্বীকার করেন আনিস ইব্রাহিম।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের জন্য মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *