Breaking News

তথ্যই হাপিশ করে দিল ব্রাজিল লাফিয়ে মৃত্যু বাড়ছে দেখে

একটি ওয়েবসাইট থেকে ডেটা (উপাত্ত) সরিয়ে নিয়েছে (মুছে ফেলেছে) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়েবসাইটটিতে বিভিন্ন রাজ্য এবং পৌরসভা কর্তৃক করোনা মহামারির তথ্য সময়ক্রম অনুযায়ী নথিভুক্ত করা হয়েছিল।

ওয়েবসাইটটির বেশিরভাগ তথ্য মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হওয়া মোট আক্রান্তের সংখ্যা গণনাও বন্ধ করে দিয়েছে।মন্ত্রণালয় এর আগে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার জন বলে জানিয়েছিল। এ সংখ্যা যুক্তরাষ্ট্রের বাইরে সর্বোচ্চ।

ব্রাজিল এই সপ্তাহে করোনায় মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে। শনিবারের মধ্যে ব্রাজিলে মৃতের সংখ্যা ৩৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক মন্তব্যকে ( নোট) উদ্ধৃত করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো টুইটারে বলেছেন, ‘সংকলিত তথ্য … দেশটি যে অবস্থানে রয়েছে তার প্রতিফলন করে না। আক্রান্তের প্রতিবেদন এবং ‘ডায়াগনোসিস’ উন্নত করতে অন্যান্য পদক্ষেপ নেয়ার কাজ চলছে।’

স্বাস্থ্য মন্ত্রনালয়ের চিকিত্সা বিশেষজ্ঞদের জায়গায় সামরিক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন বলসোনারো। ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে রাষ্ট্রীয় লকডাউনের বিরুদ্ধে যুক্তি দেখিয়েছেন তিনি। ওয়েবসাইটটির বেশিরভাগ তথ্য মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে বলসোনারো বা মন্ত্রণালয় কেউই কারণ জানাননি।

ওয়েবসাইটটি মহামারি শনাক্ত করতে একটি গুরুত্বপূর্ণ জনসম্পদ (পাবলিক রিসোর্স) হিসেবে কাজ করত।

ওয়েবসাইটটির পেইজটি শুক্রবারে নামানো হয়েছে এবং শনিবার একটি নতুন ‘লেআউট’ সংযুক্ত করা হয়েছে।

এতে কেবল উপাত্তের ভগ্নাংশ পুনরায় সংযোজন করা হয়েছে।

শনিবার রাতে মন্ত্রণালয় ২৭ হাজার ৭৫ জনের দেহে নতুন সংক্রমণের বিষয়ে নিশ্চিত করে।

সে সময় ৯০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে মন্ত্রণালয়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *