রাজশাহীর পুঠিয়ায় পরকীয়ায় জড়িয়ে শ্যালিকা ও দুলাভাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তশানে দুজনেই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার জিউপাড়া এবং গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে উপজেলার জিউপাড়া গ্রামের রুস্তুম আলীর ছেলে রবিন (২৫) বিয়ে করে চারঘাট উপজেলার ওমরগাড়ি গ্রামে। বিয়ের পর দুলাভাই রবিন তার শ্যালিকা সীমা খাতুনের (১৬) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে গত ৪ জুন বিকেলে শ্যালিকা সীমা খাতুন নিজ ঘরে বিষপান করেন। অন্যদিকে শ্যালিকার বিষপানের খবর পেয়ে দুলাভাই রবিনও শুক্রবার দুপুরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে উভয়কে পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এমন খবর জানাজানি হলে করোনা আতঙ্কের মধ্যেও স্থানীয় উৎসুক জনতা তাদের দেখতে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছে।