Breaking News

নোয়াখালীতে মাস্ক ব্যবহার না করায় ২ পথচারীকে ১০ হাজার টাকা জরিমানা!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্য বিধি অমান্যের দায়ে দুই পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপজেলার বসুরহাট বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক ব্যবহার না করে, বাজারে ঘুরাফেরার সময় দুই পথচারীকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পথচারীদের মেডিকেল মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহার না করায় ১জনকে পাঁচ হাজার টাকা করে ২ পথচারীকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *