এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নি’হত হওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলছে বিক্ষোভ। মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভকারীদের গ্রেফতার চলছেই। বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ১০ হাজারের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। খবর এএফপি’র।
যারা গ্রেফতার হয়েছেন তাদের সাহায্যার্থে অনলাইনে তহবিল সংগ্রহ চলছে। ইতোমধ্যে ২ মিলিয়ন ডলারের তহবিল সংগৃহীত হয়েছে। এই তহবিল দিয়ে বুধবার পর্যন্ত ৩ হাজার জনকে সাহায্য করা হয়েছে।
লস অ্যাঞ্জেলসের প্রধান মাইকেল মুর শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন, তারা ২ হাজার ৫০০ জনকে গ্রেফতার করেছে। নিউ ইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে ২ হাজার জনকে।
এছাড়া প্রত্যেক শহর থেকেই প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটতরাজ এবং ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগ এনে গ্রেফতার করা হচ্ছে।