ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ জালাল উদ্দিন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাঁদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাঁদনি এলাকায় কাঁচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শিবলি নোমানী, মোবারকগঞ্জ চিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মোচিকের শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।