Breaking News

ট্রাকচাপায় ইমাম নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ জালাল উদ্দিন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাঁদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাঁদনি এলাকায় কাঁচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শিবলি নোমানী, মোবারকগঞ্জ চিনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ মোচিকের শ্রমিক কর্মচারী-কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *