নারায়নগঞ্জের আড়াইহাজারে নিজ এলাকায় নেতা-কর্মীদের হাতে লাঞ্চিত হয়েছেন বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
গতকাল সোমবার ফতেহপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণকালে মারধরের শিকার হন তিনি।
উপস্থিত নেতা-কর্মীরা জানান, এলাকায় দীর্ঘদিন পরে হঠাৎ ত্রাণ নিয়ে নজরুল ইসলাম হাজির হলে ক্ষুব্দ নেতা-কর্মীরা তাকে ঘিরে ধরেন। এসময় অনেক পাওনাদারও হাজির হন। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুদ্ধ নেতা-কর্মী ও পাওনাদাররা তাকে মারধর করে। পরে দ্রুত স্থান ত্যাগ করেন নজরুল।
এবিষয়ে স্থানীয় নেতা শহীদুল্লাহ চেয়ারম্যান বলেন, নজরুল ইসলামকে পাওনাদাররা লাঞ্চিত করেছেন।