Breaking News

পটুয়াখালীতে যুবলীগ কর্মী তাপস হত্যার অন্যতম আসামি সাইমুন গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার চাঞ্চল্যকর হত্যাকান্ড যুবলীগ কর্মী তাপস হত্যার অন্যতম আসামি সাইমুন প্যাদাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৩১ মে) ভোর রাত চারটার দিকে ঢাকার বাবুবাজার একটি কর্মজীবী হোষ্টেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইমুন এ হত্যা মামলার তিন নম্বর আসামি। এ ছাড়া এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরো তিনজনকে।

জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পটুয়াখালীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঢাকা থেকে গ্রেপ্তার করে সাইমুনকে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার দিবাগত রাত সারে ১২টার দিকে বাউফল পৌর শহরের ৫নং ওয়ার্ডের সাহাপাড়া সনজিৎ সাহা ওরফে সুনু সাহার বাড়ির কাছের একটি ডোবা থেকে ব্যবহত চাকুটি উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, সাইমুনকে সোমবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্ল্যেখ, গত ২৪ মে রবিবার দুপুর দুইটার দিকে তোরণ নির্মাণকে কেন্দ্র করে সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের সমর্থিত নেতা কর্মীদের সাথে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস দাস (২৯) কে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের ১৫ নেতা কর্মী।

ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাপস ও ইমাম নামের আরেক যুবলীগ কর্মীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত সাড়ে সাতটায় তাপসের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত তাপসের ভাই পংকজ দাস বাদি হয়ে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলকে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামল দায়ের করেন বাউফল থানায়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *