Breaking News

২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু পাকিস্তানে

একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করেছে দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯ জন। আর করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। খবর-ডন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়ে ২২৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৮ হাজারের বেশি ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমিত হওয়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার পর্যন্ত দেশটিতে ৬৯ হাজার ২২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ দিন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ১ হাজার ৪৮৩ জন প্রাণ হারিয়েছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ।আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন।

তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *