নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনে কর্মরত দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারতীয় সরকার।কূটনীতিকদের পদমর্যাদার সাথে অসামঞ্জস্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গুপ্তচরবৃত্তি করায় তাদেরকে ‘পার্সোনা নন গ্র্যাটা’ ঘোষণার পর এ বহিষ্কার করা হলো।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ কথা বলেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার দু’জন (পাকিস্তানি) কর্মকর্তাকে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গ্রেপ্তার করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দূতাবাসের এই দুই কর্মকর্তাকে ভারতীয় কর্তৃপক্ষ মিথ্যা ও অসমর্থিত অভিযোগে তুলে নিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, আমরা আটক ও নির্যাতনের নিন্দা জানাই। পাশাপাশি মিথ্যা অভিযোগ মেনে নেয়ার জন্য কূটনৈতিক কর্মকর্তাদের হুমকি ও চাপ দেওয়ারও তীব্র নিন্দা জানাই।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের বহিষ্কার করে প্রতিক্রিয়া দেখাবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ার এই দুটি দেশগুপ্তচর বৃত্তির অভিযোগে নিয়মিত একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে । দেশ দুটির মধ্যে কাশ্মীর নিয়ে দীর্ঘ কয়কে দশক ধরে বিরোধ চলছে। ১৯৪৯ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করার পরে কাশ্মীর তাদের মধ্যে বিভক্ত হয়ে যায়।এরপর থেকে দুটি দেশ একে অপরের বিরুদ্ধে তিনটি যুদ্ধ করেছে।