নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা ধলামূলগাঁও ইউনিয়নের কে বাশাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ও কাম দপ্তরির দু’পা ভেঙ্গে দিয়েছে স’ন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে ২৮ মে বাশাউড়া গ্রামে। পা ভেঙ্গেই স’ন্ত্রাসীরা ক্ষান্ত নয়। পরিবারের সদস্যদের বিরোধ্যে চুরির অভিযোগ এনে পূর্বধলার থানায় লিখিত অভিযোগ করেছে এনামুল হক। নৈশ্য পহরী উজ্জল মিয়া (৩০) আ’হত অবস্থান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। উজ্জল মিয়ার বড় ভাই গত ৩০ মে রাতে এনামুল হক, আমিনুল হক, মোফাজ্জল হোসেন, লাক মিয়া, শাজাহান মিয়া সহ দশ জনের বিরোধ্যে পূর্বধলা থানায় হ’ত্যা প্রচেষ্টার একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ২৮ মে সকালে প্রতিদিনের মত স্কুলে কাজ শেষে বাড়িতে ফেরার পথে এনামুলের বাড়ির সামনে স’ন্ত্রাসীরা নৈশ্য পহরি উজ্জল মিয়াকে অস্ত্রসস্ত্র অবস্থায় আ’ক্রমণ করে মারাত্নক আ’হত করে। এতে করে উজ্জল মিয়ার দুটি পা ভেঙ্গে যায়।
এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম বলেন আমার স্কুলের ষ্টাফ এর বিষয়টি শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানার ইনচার্জ তাওহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।