Breaking News

টঙ্গীতে করোনায় ২ স্কুল শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টঙ্গীতে দুই স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে মারা যান টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিষয়ের একজন সিনিয়র শিক্ষক এবং শনিবার সন্ধ্যায় মারা যান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার একজন সহকারী অধ্যাপক।

রাতেই সিটি করপোরেশনের টঙ্গীর মরকুন গোরস্থানে সহকারী অধ্যাপকের লাশ দাফন করা হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষকের লাশ টঙ্গীর আউচপাড়া সুরতরঙ্গ রোডের পাঁচ তলার ফ্ল্যাটে রয়েছে। করোনার ভয়ে পাঁচতলা থেকে তার লাশ নামানোর জন্য এখনো কেউ এগিয়ে আসেননি।

টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক (প্রাসন) নূরুল ইসলাম নূরু নয়া দিগন্তকে জানান, শনিবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষককে করোনা টেস্টের জন্য গুরুতর অসুস্থ অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে আনা হয়। ওই শিক্ষক হাসপাতালে ঢুকেই পড়ে যান। পরে তাকে হাসপাতালের বেডে শুইয়ে প্রাথমিক সেবা দেয়া হয় এবং করোনা টেস্ট করানো হয়। এতে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন নয়া দিগন্তকে বলেন, করোনায় ফুসফুসের রক্তনালী ব্লক হয়ে ওই দুই শিক্ষক মারা যান। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষককে উত্তরা কুয়েত মৈত্রি হাসপাতাল বা ভেন্টিলেটর সুবিধা আছে এমন হাসপাতালে দুই ঘণ্টার মধ্যে ভর্তি করার জন্য গণস্বাস্থ্য হাসপাতাল থেকে পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু গণস্বাস্থ্য হাসপাতাল থেকে স্থানান্তরের দুই ঘণ্টা পর তিনি টঙ্গী বাজার সংলগ্ন ভরানের নিজ বাসায় গিয়ে মারা যান।

রোববার সকাল ১০টায় টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান নয়া দিগন্তকে জানান, প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন তাদের এক সহকর্মী। শনিবার রাত ১০টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং রাত ১টার দিকে তিনি মারা যান। স্থানীয় আউচপাড়া সুর তরঙ্গ রোডের বাসায় তার লাশ পড়ে রয়েছে। পাঁচতলা থেকে লাশ নামানোর জন্য কেউ সাহস করছেন না। নিহতের দাফন কাফনের ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।

টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক (প্রাসন) নূরুল ইসলাম নূরু নয়া দিগন্তকে আরো জানান, শনিবার টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালে মোট ১৯১ জনের করোনা টেস্ট করানো হয়। তাদের মধ্যে ২৭ জনের করোনা পজেটিভ আসে। এই ২৭ জন রোগীর অধিকাংশই টঙ্গীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *