Breaking News

১৮ কেজি গাঁ’জাসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

হবিগঞ্জের মাধবপুরে ডাব ভর্তি পিকআপ ভ্যানে গাঁজা পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ী পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান সহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) সকাল ৮:২০ দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় ডাব ভর্তি বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার সোহেল মিয়া (৩০),টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫)ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের হাছান হাওলাদার(২৫)।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছি ও ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি এবং মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *