Breaking News

এক পরিবারের তিনজনসহ ৮ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে নতুন করে এক পরিবারের তিনজনসহ আট জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওযা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে। মঙ্গলবার (১২ মে) সকালে জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তরা হওয়া আট ব্যক্তিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের স্বাস্থ্য সহকারী (৪৭), উত্তর জয়পুর গ্রামের এক নারী (৪০) ও জয়পুরহাট পৌর শান্তিনগর এলাকার ভাড়াটিয়া যুবক (৩২), পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের বাবা (৬৮), ছেলে (৪৫), পুত্রবধূ (৩৮), সমসাবাদ গ্রামের ভারতের তীর্থ স্থান থেকে ফিরে আসা এক নারী (৫৫) ও নন্দাইল গ্রামের এক কিশোর (১৭)।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, সোমবার রাতে (১১ মে) ঢাকার রোগতত্ত্ব, রোগ নিযন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জয়পুরহাটে ১৬৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ঢাকা থেকে আসা ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা নেগেটিভ হলেও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত আট শনাক্ত ব্যক্তি জয়পুরহাট পৌর এলাকাসহ সদর উপজেলার তিন জন ও পাঁচবিবি উপজেলার পাঁচ জন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *