টাঙ্গাইলে প্রেমিককে মোবাইল ফোন গিফট করায় এক কলেজছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ছয়দিন পর মঙ্গলবার আব্দুল্লাহ আল মামুন আশিক নামে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের কাগমারা এলাকার বাসিন্দা ও পুলিশে কর্মরত রাশেদুল ইসলামের ছেলে। মাহমুদুল হাসান আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আশি। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রের বাড়ির কাছেই লৌহজং নদে তার লাশ ভেসে উঠে। এদিকে লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ছাত্রের প্রেমিকের বাড়িতে হামলা চালায়।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধারের পর ওই আশিকের প্রেমিক এবং তার বাবা-মা ও কয়েকজন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
জানা যায়, গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে ওই ছাত্র তার প্রেমিকের বাসায় মুঠো ফোন আনতে গিয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে আশিকের মা টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ আশিকের বাবা রাশেদুল ইসলাম জানান, কয়েক মাস আগে থেকে প্রতিবেশি এক মেয়ের সাথে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আশিক ওই মেয়ের সাথে কথা বলার জন্য তাকে একটি মোবাইল ফোন সেট উপহার দেয়। মেয়ের বড় ভাই বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন ফেরত নিতে তাদের বাসায় ডাকেন। আশিক গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই মেয়ের বাসায় মোবাইল ফোন সেট আনতে যায়। তারপর থেকে আশিক নিখোঁজ ছিল। মঙ্গলবার তার লাশ ভেসে উঠেছে।