Breaking News

উপসর্গ ছাড়াই নারী স্বাস্থ্যকর্মী আক্রান্ত, সরকারি ভবন লকডাউন

টাঙ্গাইলে নতুন করে আরও ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার সরকারি ডিস্ট্রিক্ট কোয়াটারে।এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল। এ ঘটনার পর সোমবার সরকারি একটি বিল্ডিং লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান পরিবর্তন ডটকমকে বলেন, রোববার জেলা থেকে মোট ১০৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় পরিবর্তন ডটকমকে বলেন, ওই স্বাস্থ্য সহকারীর মাথা ব্যথা এবং শরীর ব্যথা ও দুর্বল ছিল। গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকায় পাঠানো হয়। পরে তার নমুনার ফলাফলে করোনা পজেটিভ আসে।

তিনি করোনার নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও তিনি কোন নমুনা সংগ্রহ করেননি।তিনি আরো বলেন, ওই স্বাস্থ্য সহকারী শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে বাসা ভাড়া করে থাকতেন। এ ব্যাপারে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এই প্রথমবারের মতো কেউ সদর উপজেলায় করোনায় আক্রান্ত হলো।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত নারী যেখানে বসবাস করতেন সরকারি ওই বিল্ডিংটি লকডাউন করে দেয়া হয়েছে।  সেখানে ১২ টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই নারী নিজ বাসাতেই আইসোলেশনে থাকবেন। ওই নারীর মনোবল ভেঙে পড়ায় তাকে খাদ্য সামগ্রী (ফলফ্রুট) দেয়া হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *