নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে ওই মামলায় আদালতে নেওয়া হচ্ছে।
একটি মাইক্রোবাস কাজলকে নিয়ে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর আদালতের উদ্দেশে রওনা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
তিনি বলেন, যেহেতু বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের জন্য ১১-সি ধারায় মামলা দায়ের করেছে, তাই তাকে আমরা আদালতে সোপর্দ করার জন্য নিয়ে যাচ্ছি।
সাংবাদিক কাজল থানায় থাকাকালীন কোনো সংবাদকর্মীকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
কাজলের ছেলে মনোরম পলক জানিয়েছেন, তিনি সরাসরি যশোর আদালতে যাচ্ছেন।এর আগে শনিবার (২ মে) রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গ্রেপ্তার করে বিজিবি।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রাত তিনটার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে একজনকে আমাদের কাছে হস্তান্তর করে। অবৈধ অনুপ্রবেশের দায়ের তার বিরুদ্ধে বিজিবি লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শফিকুল রাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখায় আসেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়।
পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।