প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তারা এ কথা জানান।
ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলছেন। সেরকম একটি স্মার্ট সম্পর্ক শিক্ষার্থীদের সাথে গড়ে তোলার চেষ্টা করব। এগুলো বাস্তবায়ন করতে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। তবে আমরা সেগুলো মোকাবিলা করব, উটের মতো বালির মধ্যে মুখগুজে থাকব না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়নে দায়বদ্ধ। এ ছাড়া দেশ থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির মূলোৎপাটনে ছাত্রলীগ সবসময় দৃঢ় অবস্থানে থাকবে।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ পুরো বাংলাদেশে চষে বেড়াবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশকে চষে বেড়ানোর ম্যান্ডেট ধারণ করেন। আমরা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক এই বয়সে ছাত্রলীগকে গতিশীল করার জন্য প্রয়োজনে সমগ্র বাংলাদেশের অলি-গলি চষে বেড়াব। আর এটা যদি আমরা না করতে পারি, তাহলে প্রধানমন্ত্রীর প্রকৃত কর্মী হতে পারব না।
এর আগে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালি আসিফ ইনানের নাম ঘোষণা করেন।
আদু ভাই
আদু ভাই
যারা বার বার ফেল করে তারাই শুধু জানে দেশের খেদমত কীভাবে করতে হবে।
আদু ভাই।
ফাইনালে ফেল মারার সময় এসে গেছে।
ইনি নাকি মেধাবী পদযুগল, বাংলাদেশে এদেরই দরকার অর্থনীতি কে সফল রাখতে
শুরু হয়েগেচে চুলকানি
রেগুলার আদু ভাই
স্মার্ট আদুভাই ১ নাম্বার সন্ত্রাসী
পাগল
তুমি ও কি রাতের ভোটের সহযোগী?
দেশের জনগণ এবং সব দল গুলোর এক দফা এক দাবী ———বেনামে লোন এবং সুইস ব্যাংকে পাচার করা টাকা সরকার কবে ফেরত আণবি ?????
আধু ভাই