Breaking News

গাজীপুরে জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরছেন মেয়র পদে

গাজীপুরের জাহাঙ্গীর আলমের মেয়র পদ ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময়বায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, তাকে (জাহাঙ্গীর) তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের মৌচাক জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্পের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় স্বেচ্ছাসেবকদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে দেশের অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান। মানবসেবায় প্রতিষ্ঠানটি বহুমুখী অবদান রাখছে। বিশেষ করে আগামী প্রজন্মকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি জনহিতকর কাজে উদ্বুদ্ধ করছে।

দেশের জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মো. তাজুল ইসলাম।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

7 comments

  1. সময় নাইরে পাগলা।

  2. Mohammed Ehsanullah

    আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ……

  3. মেয়র ম‌হোদয় অ‌ভিনন্দন,সুস্থতা ও শুভ কামনা রই‌লো।

  4. সামনে নির্বাচন অভিজ্ঞতার ব্যাপার আছেতো মাঝরাতে ভোট নেওয়ার

  5. কত রং জানেরে বুবু। একই অঙ্গে কত ঢং

  6. সরকার যা মনে করছে তাই ফাউল

  7. Manusta balo manush