Breaking News

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী রাষ্ট্রদূতদের ডেকে জনালেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার মানবাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। আমরা ভোটের অধিকার রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার ( ১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানবাধিকার পরিস্থিতি নিয়েও সমালোচনা করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে কোনো কোনো এনজিও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে থাকে। তাদের অনেক তথ্য সঠিক নয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, মানবাধিকার রক্ষার বিষয়টি ফোকাস করছে সরকার। এ লক্ষ্যে অনেক উদ্যোগও নিয়েছে সরকার। আমরা মানবাধিকার রক্ষা ও কল্যাণে সচেষ্ট। মানবাধিকারকে মূল্য দেই বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

23 comments

  1. মোঃ আনিছুর রহমান আনু

    হাহাহা

  2. Lie

  3. তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সমস্যা কোথায়!

  4. মোঃ দিদারুল ইসলাম রুবেল

    সুস্থ নির্বাচন কাকে বলে মোমেন সাহেব?
    ইন্ডিয়া কে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাই রাখতে বলাকে সুস্থ নির্বাচন বলে।

  5. রাতের ভোটের বিশ্বাসী তিনারা

  6. Mr rubbish

  7. যেমন ১৪ ও ১৮ সালের নির্বাচন? উনাদের কথার এমন সুর,বলে এক রকম হয় অন্য রকম?

  8. M Sumon Islam Sumon

    তাজ্জতের ভোট চোরি জানে জনগণ

  9. পাগলের মত কথা বলে হবে ।আওয়ামীলীগ 15% ডোট পায় এই কথা বিশ্ব মিথ্যাচারিনী হাসু আপা জানেন। জনগণ যাতে ভোটে কথা চিন্তাও না করতে পারে ।সেই জন্য তো কুকুরে মাধ্যমে মধ্যে রাতেই ভোটে শেষ করে
    । আর এ জন্যই রাস্তার উপর পোশাক দারী কুকুর গুলো ঘেউ ঘেউ করে।

  10. দিনের ভোট রাতে মারার নাম আওয়ামী লীগ।

  11. সুষ্ঠু নির্বাচনের ইচ্ছে থাকলে যে কারো অধীনে নির্বাচন করা যায়

  12. রাতের ভোটে নির্বাচিত।

  13. Kuttaliger pa chata najayej kutta ki bole

  14. Thanks এই কথার জন‍্য

  15. Rabish er bhi Khobish er kothay kan na deai valo.

  16. অবাজি কি কই 🤣🤣🤣🤣🤣হা হা হা

  17. আচ্ছা ই ভি এম শুনলাম ১৫০ ভোট হবে মান মানে , আগেই তো ২০১৪ সালের মত ১৫০ সিট কনফার্ম করে রেখে , বাকিটা পুলিশ দিয়ে মধ্যে রাতের কোন এক সময় বাক্স ভর্তি করে সকালে বলবেন ভোট হয়ে গেছে, বাহ ২০১৪ সালের ২০১৮ সালের সিলেবাজ ভোট হবে, কি বুদ্ধি ভোট চোরদের , এই জন্য এতো খেলা, সব কিছু পরিস্কার হয়ে গেছে।

  18. চোর

  19. ভাই ভোট যত সুষ্ঠু ই হোক আমি কিন্তু জানুয়ারি মাসে শীতের মধ্যে রাতে ভোট দিতে পারবো না ।

  20. রাতের ভোটে কেমন

  21. আলগা মোমেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় বয় পাস আবার লম্বা লম্বা কথা বলস তুই একটা বাউতাবাজ

  22. মিথ্যা বাদি

  23. এই জন্য ভারতের পায়ে ধরে বলে আইছেন যে আবার?