পাকিস্তানের পাঞ্জাবে আয়োজিত লংমার্চে গুলিবিদ্ধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি লড়াই চালিয়ে যাব।’ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজন পিটিআই কর্মী নিহত হয়েছেন।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান ইসমাইল জানান, ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি লেগেছে।
এ ছাড়া পিটিআইয়ের সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাত্তাহ আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম ডন জানায়, ইমরান খানকে বহন করা কন্টেইনার লক্ষ্য করে হামলাকারী একে-৪৭ দিয়ে গুলি চালায়।ইমরান খানের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ঘটনার পরপরই লংমার্চ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।আগাম নির্বাচনের দাবিতে বিভিন্ন শহরে সমাবেশের ঘোষণা দিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইসলামাবাদে লংমার্চও করেছেন। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ তোলেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া