Breaking News

সূর্যগ্রহণের সময় তাকালে অন্ধত্ব হতে পারে

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আজ (মঙ্গলবার) সূর্যগ্রহণ উপলক্ষে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সতর্কতা জারি করা হয়। এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সংবাদ সংস্থা কুনা বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্যমন্ত্রণালয় চক্ষুবিদ্যা বিভাগের পরিচালক ড. আহমদ আল-ফৌদারি সোমবার সতর্ক করেছেন যে সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তির ক্ষতি বা অন্ধত্ব হতে পারে। তিনি দীর্ঘক্ষণ সূর্যের দিকে তাকানো থেকে সতর্ক করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে দুপুর ২টা ৩৫ মিনিটে এবং বিকেল ৩টা ৪৪ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দুপুর দেড়টায় সূর্যগ্রহণের নামাজ আদায়ের জন্য মসজিদের ইমামদের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *