Breaking News

ছাত্রদলের সাবেক নেতা আশিকের মুক্তি দাবি রিজভীর

ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিকের রিমান্ড বাতিল করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৬ অক্টোবর) বিকেলে রিজভী গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিলেও তা স্বীকার করেনি। এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আজ তারা তাকে আদালতের হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার পর থেকেই তার উপর অমানবিক নির্যাতান করা হয়েছে। আবার নির্যাতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মানুষের বাক-স্বাধীনতার উপর চুড়ান্ত আঘাত করছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবারও সারাদেশে মিথ্যা মামলার হিড়িক চলছে। কিন্তু নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। অচিরেই সরকারের বিদায় হবে।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *