মহেশখালী উপজেলার ধলঘাটায় রহস্যজনক ক্যামেরাসদৃশ বিশেষ ডিভাইস যুক্ত একটি পাখি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি ক্যামেরাসংযুক্ত পাখিটি দেখতে পান। পাখিটির গায়ে ক্যামেরা দেখে লোকটি প্রথমে ভয় পেয়ে যান।
পরে পাখিটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। বিষয়টি উপজেলা প্রশাসন এবং উপজেলা বন বিভাগকে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে নিশ্চিত করা যাবে পাখিটির গায়ে ক্যামেরার ডিভাইস সংযুক্তির আসল রহস্য।