Breaking News

হঠাৎ পুরো আকাশ হয়ে গেলো টকটকে রক্তবর্ণ, আতংক জনমনে

সারা দেশ থেকে বিপদ কেটে গেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের। তবে গতকাল রাজশাহীবাসি হয়ে ছিল বেশ অবাক। রাজশাহীর আকাশ প্রায় ২০ মিনিট গাঢ় লাল দেখা যায়।একেবারে টকটকে রক্তবর্ণ ওই আকাশ দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আকাশে এ দৃশ্য দেখা যায়। দিনভর উত্তরের হাওয়ায় আকাশ কালো সাদা মেঘে পূর্ণ ছিল।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার পর রাজশাহীর আকাশে মেঘে আলো প্রতিফলিত হওয়ায় এমন দেখা গেছে। ঘূর্ণিঝড় সিতরাং-এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণাঞ্চলের তুলনায় বৃষ্টিপাত কম। হঠাৎ রঙিন আকাশ দেখে অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।

পরে ছবিগুলো ভাইরাল হয়ে যায়।
এ দিকে এ নিয়ে আতংকে থাকা স্থানীয়রা জানায়,গতকাল সোমবার সন্ধ্যায় সূর্যাস্ত যাওয়ার পরও তার আলো উঁচু আকাশে রয়ে যায়। সেখানে মেঘমালায় জমা বৃষ্টির বিন্দুতে তখনও সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় এমন লাল আকাশের দেখা মিলেছে।

Check Also

স্কুলে ডেকে এনে প্রেমিককে জাপটে ধরে রোমান্সে মাতলেন ছাত্রী, এলাকাজুড়ে হইচই

সিনেমায় রোমান্টিক দৃশ্য হরহামেশাই দেখা যায়, যে সময় প্রেমিক প্রেমিকার মনেও রোমান্স জাগে। এটাই স্বাভাবিক। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *