Breaking News

হাউমাউ করে কাঁদলেন নেইমার

পেনাল্টি স্পট থেকে তার শটটা পোস্টে লাগার পরেই হতাশায় মাটিতে বসে পড়লেন মার্কুইনোস। মুখ লুকোলেন ঘাসে। ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ তখন মাঠের একটি প্রান্তের দিকে দৌড়চ্ছেন। তার পিছনে পিছনে ক্রোয়েশিয়ার বাকি ফুটবলাররা। সে দিকে অবশ্য কারোর নজর ছিল না। চোখ তখন হলুদ জার্সিধারীদের দিকে। সেন্টার লাইনে সারি দাঁড়িয়ে থাকা মুখগুলো দেখলে করুণা হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার, রিচার্লিসন, রদ্রিগোরা।

সেন্টার লাইনে তখন সারি দিয়ে দাঁড়িয়ে রদ্রিগো, পেদ্রো, নেমার, আলেক্স সান্দ্রো, অ্যান্টনি, থিয়াগো সিলভা, ফ্রেডরা। এক একজনের অনুভূতি এক এক রকম। তবে প্রত্যেকের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে বিশ্বকাপ থেকে বিদায় কারোর বিশ্বাসই হচ্ছে না।

একা একা বসেছিলেন নেইমার। কিছুক্ষণ পরেই ভেঙে পড়লেন কান্নায়। সামলানোই যাচ্ছিল না ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে। ছুটে এসে জড়িয়ে ধরলেন দানি আলভেস। শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলেননি। ৩৯ বছর বয়স তার। এটাই ছিল শেষ বিশ্বকাপ। বড় ভাই হিসেবে ছোটজনকে যেভাবে সান্ত্বনা দেয়ার দরকার, সেটাই করলেন। কাঁধে টেনে নিলেন নেইমারের মাথা। বুকে-পিঠে হাত বুলিয়ে নানাভাবে চেষ্টা করলেন নেইমারকে শান্ত করার। কিন্তু বৃথাই ওই প্রচেষ্টা। ৩১ বছরের নেইমারের কাছেও তো সময় কমে আসছে। কে বলতে পারে এটা তারও শেষ বিশ্বকাপ নয়। কাপ নিয়ে যেতে চেয়েছিলেন মরিয়া হয়েই। আরো একবার ঠোক্কর খেতে হলো শেষ আটে এসে।

 

Check Also

মেসিকে আনতে উদ্যোগ নিচ্ছে ঢাকা

মেসিকে আনতে উদ্যোগ নিচ্ছে ঢাকা,বিস্তারিত ভিডীওতে আরো পড়ুন, মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, নেওয়া হবে পায়ের ছাপ! …

4 comments

  1. কাদিসনারে ভাই খেলাত হারজিত তো আছেই

  2. অনেক খেলেছ ভাতিজা এখন দেশে যাও

  3. কিছু মাদারচোদ এই সব জিনিস নিয়াও মজা নেয়

  4. Purobi Khan Chowdhury

    Allah malik alhumdulilla