স্ত্রী নিখোঁজের ঘটনায় জিডি করতে থানায় আসেন স্বামী। তার বিস্তারিত বর্ণনা শুনে পুলিশ জানায় উদ্ধারকৃত এক নারীর লাশ আছে থানায়। তখন ওই নারীর লাশ দেখে নিজের স্ত্রী বলে শনাক্ত করেন স্বামী।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় এ ঘটনা ঘটে। থানায় এসে স্ত্রীর লাশ শনাক্ত করা কালু বেপারি উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম তৈয়মুন্নেছা (৬০)।
সদর মডেল থানার এসআই কবির হোসেন বলেন, ‘শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়রা ফোন করে জানান এক নারীর লাশ পড়ে আছে। পরে ধনপর্দি গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।’
কালু বেপারি বলেন, ‘আমার স্ত্রীর মানসিক ও বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে পরিবারের সদস্যদের না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যেতেন। বৃহস্পতিবার দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করতে যাই। থানায় এসে স্ত্রীর লাশ পেয়েছি।’
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘ওই নারীর স্বজনদের কোনও অভিযোগ ছিল না। তারা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।’