Breaking News

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ করতে দেওয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেনো বিদেশী হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। সরকার ভোটের অধিকার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। আমরা ভোটের অধিকার রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে ড. মোমেন বলেন, বাংলাদেশে কোনো কোনো এনজিও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে থাকে। তাদের অনেক তথ্য সঠিক নয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, মানবাধিকার রক্ষার বিষয়টি ফোকাস করছে সরকার। এ লক্ষ্যে অনেক উদ্যোগও নিয়েছে সরকার। আমরা মানবাধিকার রক্ষা ও কল্যাণে সচেষ্ট। মানবাধিকারকে মূল্য দেই বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। সেমিনারে আরো বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, বিলিয়ার পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমূখ।

Check Also

পুলিশের আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই পুলিশ সুপার পদমর্যাদার আরেক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. মুনির …

37 comments

  1. রিপন মিয়া বেপারি

    তাহলে আম্লীলীগকে ক্ষমতায় রাখতে ভারতের কাছে বলেছিলেন কেন

  2. এদের পাবনায় পাঠানো প্রয়োজন ভারতকে স্বদেশ মনে করে তাই ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য চায় ভারতকে বলে আমেরিকাকে বুঝানোর জন্য আবার পশ্চিমাদের হালকা ধমক দেয় তালে মাতাল আদতে পাগল!

  3. Mostafa Hemal Sikary

    Why,you can’t manipulate election?

  4. আবার কি ভোট ডাকাতি করার ইছচা আছে কি না

  5. Tahole ar rat vor marte parben.

  6. Ar apni eto kotha bolen keno apnar kothar to kuno dam nai .sokale bolen ar bikale bolbe uni Doler keho na .

  7. Akhlak Hussen Chowdhury

    আবার ভোট ডাকাতি করতায় এটাই তো চিন্তা। বিদেশিরা ডাকাতি ধরে ফেলবে এটাইতো ভয়।

  8. পাগল

  9. Bnpi Joi abar nichit ar bidicer cina babnai dik ace dik nai ahomiliker ar policer

  10. ঠিক আছে নিজেরাই নীল ফিল্ডে গোল দিয়েন ।

  11. বিদেশীদের হস্তক্ষেপ থাকলে এই সরকারের চুরি করতে তেমন একটা সুবিধা হবে না

  12. নির্বিঘ্নে চুরি করার জন্য

  13. Nargis Khatun Jayra

    আপনারা কি মগের মুল্লুক পেয়েছেন।

  14. তাহলে কি ভারত আপনাদের দেশ

  15. কেন এর আগে কি হস্তক্ষেপ করেছে। আপনার কথায় আপনি?

  16. Md Nizamuddin Mozam

    বিদেশীদের কাছে বাজেট সহায়তা চাওয়াও দরকার নেই।

  17. তা হলে আপনি কেনো ইন্ডিয়ার কাছে সাহায্য চেয়েছিলেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, জবাব দেন? চোরের মনে পুলিশ পুলিশ তাইনা।

  18. Ha ha ha ha ha

  19. Pabna jao sala

  20. আপনি নিজেই তো বিদেশি দের কাছে আপনাদের কে ভোটে জিতানোর জন্য আবেদন করে ছিলেন।

  21. India ki bideshir awtay pore?

  22. Tahole tumi keno India geye boleso Awameleg-ke khamotay rakhar janna? Janogon chay ekta niropakkha nirbachon Care Taker Sharkarer maddhame, kono bideshi hostakkhep chay na. Tumr-i to Indiar dalali koro hostokkhep korar janna.

  23. চুরে করার দিন শেষ//
    আম জনতার বাংলাদেশ।
    খুনি হাসিনার সময় শেষ//

  24. আগের দিন রাতে ভোট হতে দাওয়া হবে না।

  25. শুধু মুদিজিকে বলে শেখ হাছিনাকে ক্ষমতায় রাখার জন্য বলেছি

  26. হালাই নিজেই পাশের দেশের মুদি বাবার কাছে ক্ষমতাই থাকার জন্যে অনুরোধ করে আইছে ,এখন বলে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না , আলগা মোমেন পাগল!

  27. You can’t digest it. In past we had seen a foreign country directly involved in election manipulation in favour of you which brought you in power.

  28. ভারত বাদে।

  29. এরা আগের মত ভোট চুরির করে ক্ষমতায় আসতে চায়,,,

  30. আপনাদের ভারত আছে,

  31. ভারত ছাড়া…….

  32. Md. Mostafa Kamal Raz

    এবার এদেশের জনগণ ভোট চোরদের মেনে নিবে না

  33. KABOL..INDIA..KORTA..PARBA.

  34. India কে উনি বিদেশ হিসেবে ধরেন না,নিজের বাপ ভাবেন/ধরেন। উনি ভুলে গেছেন যে, উনি নিজেই India এর সাহায্য চেয়ে ছিলেন।

  35. হ তা না অইলে…!!!

  36. কেন ভোট চুরি করতে পারবে না বলে