Breaking News

আপনাদের কপাল ভালো এদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন: পরশ

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ইনডেমনিটি আইন করে আমার বাবা-মায়ের হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন, জাতির পিতার পরিবারের হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিলেন। সুতরাং আপনাদের কপাল ভালো যে, যুদ্ধপরাধীদের সাথে জোট করার পরও এদেশে এখনো রাজনীতি করার সুযোগ পাচ্ছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

দেশবিরোধী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে যুবলীগ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন, জনগণের অধিকার খর্ব করার জন্যই আপনাদের রাজনীতি। জনগণের অধিকার বিচার চাওয়া, আপনারা সেই বিচারের অধিকার জনগণকে দিতে চান না। জনগণের অধিকার গণতন্ত্র, আপনারা সেটা হনন করবেন মাগুরা টাইপের নির্বাচন করে অথবা মিলিটারি শাসন, কারফিউ-ইমারজেন্সি দিয়ে মানুষকে শাসন করবেন। আপনাদের প্রত্যেকটা কাজই এদেশের জনগণের বিরুদ্ধে।

তিনি বলেন, আসলে বিএনপি জনগণের ভোটের অধিকার আদায়ের রাজনীতি করে না। জনগণকে ভীত-সস্ত্রস্ত করে ক্ষমতায় যেতে চায়। ১০ ডিসেম্বর সমাবেশের ব্যাপারে তাদের যে কুমতলব ছিল সেটার প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র সহ্য করা হবে না। ’৭৫ পরবর্তী স্বপ্ন ভুলে যান, ২০০১ এর স্বপ্ন ভুলে যান। সেসব দিন চলে গেছে। এখন আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনকে সারা পৃথিবীর মানুষ সমীহ করে।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা দিয়েছে, আর আজকের আওয়ামী লীগ সরকার এদেশে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। আমরা উন্নয়নের শিখরে চলে গেছি এবং আমরাই যে কোন মূল্যে এই উন্নয়নের ধারা সমুন্নত ও অব্যাহত রাখবো। গণতন্ত্রের নামে সন্ত্রাসতন্ত্র বন্ধ করেন। গণতন্ত্রের নামে অরাজনৈতিক কার্যক্রম বন্ধ করেন। গণতন্ত্রের নামে আপনারা এখন বিধ্বংসী আচরণ করেছেন, সন্ত্রাসী আচরণ করে প্রমাণ করেছেন যে আপনারা কোনো রাজনৈতিক দলই না। আবারো প্রমাণ করেছেন আপনারা একটা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন।
তিনি বলেন, শেখ হাসিনা এখন যেটা বলে সেটাই হয়। শেখ হাসিনা বিদেশি প্রভুদের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলেন পদ্মা সেতু হবে, হয়েছে। শেখ হাসিনার সাথে পাল্লা দিয়ে আপনাদের ওই মাথা দিয়ে জঙ্গিবাদ ছাড়া আর কিছু বের হবে না। পক্ষান্তরে বঙ্গবন্ধুকন্যার মাথা থেকে দেশের উন্নয়নমূলক রাজনীতি ছাড়া নেতিবাচক কিছু বের হবে না। আমরা যারা সত্যের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছি আমাদের শক্তি অনেক বেশি। আপনারা মানবিকভাবে দুর্বল। তাই আপনারা এখন চোরাপথ দিয়ে ক্ষমতায় যেতে চান। মানসিক শক্তি থাকলে অপেক্ষা করুন, বাংলাদেশের জনগণের কাছে মাফ চান।

শেখ ফজলে শামস পরশ বলেন, গণতন্ত্রের নায়ক শেখ হাসিনা। আপনাদের যদি ক্ষমতায় যেতে ইচ্ছা করে তাহলে আরো এক বছর অপেক্ষা করুন, নির্বাচন আসুক। সঠিক পদ্ধতিতে নির্বাচন করুন। তারপর ক্ষমতায় এসে দেখিয়ে দেন আপনাদের দক্ষতা এবং সক্ষমতা।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

25 comments

  1. সময় বলে দেবে

  2. Rifat Hossen Rifat Hossen

    Ay aball bola ki

  3. It is their family property?

  4. আমাদের কপাল ভালো।সময় হলে ওদের কপালই থাকবেনা।

  5. Md Jahangir Coxsbazar

    তোদের কপাল ভালো পুলিশ আসে সাথে।

  6. পরশ দেশটা কি তোদের বাপের? 71 শেখ মুজিব বাংলাদেশের সাধীনতার ঘোষনা না দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে আত্মসমারপন করেছে। কিন্তু জিয়াউর রহমান সাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ সাধীন করেছে। বাংলাদেশের মুক্তি যুদ্ধে আওয়ামী লীগের কোন অবদান নেই।

  7. এদেশ কি আপনার পৈত্রিক সম্পত্তি মনে করেন?

  8. দেশটা তো আপনার বাপের

  9. এটা কার দেশ

  10. Erato manusher vasay kotha bolche na

  11. M Sumon Islam Sumon

    তোমার তো পুলিশ ছাড়া বউয়ের কাছেও যেতে পারবা না মিয়া

  12. Jahangir Alom Rashed

    তোর কপাল ভালো যে তুই এখনো বেচে আছিছ

  13. তোমাদের কপাল ভালো রাজনিতি করার জন্য মেজর জেনারেল জিয়া অনুমতি দিয়েছিল তা না হলে বাংলাদেশে এই নাস্তিক চেতনা বাকশালি দালাল লীগ দের খুঁজে পাওয়া যেত না।

  14. Bagonmaa khanker poola koi ke

  15. Time asle bujbe kar kopal bhalo.

  16. পুলিশ ছাড়া আওমিলীগ অসহায়

  17. আপনারা দেখছি পুলিশের উপর নির্ভর শিল, প্রশাসনের উপর নির্বর, জনগণ আপনাদের পক্ষে নাই।

  18. দেশটা তো আপনার বাপের

  19. তোদের কপাল ভালো পুলিশ আসে সাথে।

  20. দেশটা তোর বাবার তাই না

  21. Eta amader desh, karo baba’R noy.

  22. দেশটা কি তোর বাবার ক্রীত তালুক?

  23. Desh ki aponar babar

  24. Desh ta Apnader

  25. তোহিদুল ইসলাম বাবলু

    হেতের বাপের দেশ